সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৮ ২০:৪৮

হাই কোর্টে আব্বাস দম্পতির আগাম জামিন

মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলায় আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট।

রোববার (১৮ নভেম্বর) সশরীরে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারপতি মোহাম্মাদ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৮ সপ্তাহের এ জামিন দেন।

মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের পক্ষে আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে গত বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা করা হয়।

পুলিশের করা তিনটি মামলার প্রতিটিতে হুকুমের আসামি করা হয়- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি নবীউল্লাহ নবী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য কফিল উদ্দিনকে।

আপনার মন্তব্য

আলোচিত