সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০১৯ ১৭:২৮

এফ আর টাওয়ারে আগুন: ৭ জনের লাশ উদ্ধার

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় এ পর্যন্ত সাতজনের মৃত্যুর হয়েছে। আগুনে আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় ৪০ জন আহত হয়েছেন।

বনানী থানার পরিদর্শক ইয়াসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুনে নিহতরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)। এছাড়া নিরস নামে একজন রয়েছেন।

জানা গেছে, পারভেজ সাজ্জাদ গোপালগঞ্জের কাশয়ানির বালুগ্রামের নজরুল ইসলাম মৃধার ছেলে। মামুনের মৃত্যু হয়েছে ইউনাইটেড হাসপাতালে। তিনি এফ আর টাওয়ারে অবস্থিত রিজেন্ট এয়ারের কর্মকর্তা ছিলেন। দিনাজপুর সদরের বালিয়াকান্দির আবুল কাশেমের ছেলে তিনি। কুর্মিটোলা হাসপাতালে মারা যান নিরস। অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন আমিনা ইয়াসমিন।

এদিকে বিকেলে অ্যাম্বুলেন্সে করে তিনজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আল ফারুককে মৃত ঘোষণা করা হয়েছে। তার শরীরে ৯০ শতাংশ বার্ন। রেজাউল আহমেদের (৩৭) অবস্থা আশঙ্কাজনক। অপর আহত ব্যক্তি হলেন আবু হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ সংকর পাল ।

আপনার মন্তব্য

আলোচিত