সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩২

ক্যাসিনো বিষয়ে এখন হাঙ্গামা চলছে: ওবায়দুল কাদের

ক্যাসিনো নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্যাসিনো বিষয়ে এখন হাঙ্গামা চলছে। ক্যাসিনো নীতিমালার মধ্যে এনে চালু করা হবে, নাকি একেবারেই বাদ দেওয়া হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অভিযান নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিজের ঘর থেকেই আমরা অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। অপকর্ম করলে কেউই ছাড় পাবে না।’

তিনি আরও বলেন, ‘এখন তো সবাই আওয়ামী লীগের নেতা। আগে কে কোনো দলে ছিল, সে কথা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয় ব্যবহার করছে। কাজেই আমরা নিজ ঘর থেকেই অভিযান শুরু করেছি।’

নেতাদের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞার নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাইরে যাওয়ার ব্যাপারে কতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়েছে, সেই বিষয়ে আমার জানা নেই। তবে বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। নজরদারিতে যদি বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা থাকে, তাহলে তা মানতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত