সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২০ ০২:১৬

ঢাকার দুই সিটির ভোট নিয়ে ৯ পশ্চিমা কূটনীতিকের বিবৃতি

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নয়টি পশ্চিমা দেশের কূটনীতিকেরা এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ভোটারদের অধিকার নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আগামী ১ ফেব্রুয়ারি এই দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন ও নরওয়ে দূতাবাস যৌথ বিবৃতিটি তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে।

যৌথ বিবৃতিতে কূটনীতিকেরা বলেছেন, ‘ঢাকা সিটি করপোরেশনে ১ ফেব্রুয়ারির নির্বাচন জনগণের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ। আমরা আশা করব, শহরজুড়ে ভোটকেন্দ্রগুলোয় গণতন্ত্রের চর্চা হবে। আমাদের প্রত্যাশা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের অধিকারের প্রতি বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা দেখাবে।’

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের যৌথ বিবৃতিতে ভোটের ফলাফল সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করার বিষয়েও নির্বাচনের অংশীজনেরা দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত