সিলেটটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০২০ ১২:১০

ঢাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

রাজধানী ঢাকার তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন শহীদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি। এদিকে বন্দুকযুদ্ধ চলাকালে র‌্যাব-১ এর একজন সদস্য আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া বলেছেন, নিহত শহীদের গ্রামের বাড়ি নড়াইলে। সে একজন ‘কুখ্যাত ডাকাত’, যাকে অনেকে ‘কানা শহীদ’ নামে চেনে।

এ সময় ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি ওয়ান শ্যুটার গান, ২১ টি কারতুজ ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি জানান, একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে বেড়িবাঁধ এলাকায় জড়ো হচ্ছে খবর পেয়ে র‌্যাবের টহল দল রাতে সেখানে যায়। সেখানে র‌্যাব ও ডাকাত দলের মধ্যে ১০ মিনিটের মত গোলাগুলি হয়। গুলি থেমে যাওয়ার পর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে র‌্যাব তার পরিচয় জানতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত