সিলেটটুডে ডেস্ক

২০ এপ্রিল, ২০২০ ২০:৩৬

ভারত থেকে ফিরলেন ১৬৪ বাংলাদেশি

নভেল করোনাভাইরাসের সংক্রমণের সময়ে লকডাউনে ভারতের আটকে পড়া ১৬৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। ভারতের চেন্নাই থেকে তারা ইউএস বাংলা এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে করে ঢাকায় আসেন।

সোমবার বিকেল তিনটা ৪৮ মিনিটে তাদের বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ফিরে আসা যাত্রীরা ভারতে লকডাউনের কারণে পড়েন। তারা চিকিৎসাসহ বিভিন্ন কারণে সেখানে গিয়েছিলেন।

জানা গেছে, আরও বেশ কিছু সংখ্যক বাংলাদেশি একই কারণে ভারতে আটকা পড়েছেন। তাদেরও আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ কয়েকটি ফ্লাইটে করে দেশে ফেরত আনা হবে।

বিজ্ঞাপন

ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, চেন্নাই ও কলকাতায় আটটি বিশেষ ফ্লাইটে করে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ছয়টি ফ্লাইট এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে তারা দুটি ফ্লাইটে আসবে।

আপনার মন্তব্য

আলোচিত