সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০২০ ১২:২৭

বঙ্গবন্ধু মেডিকেলে গণস্বাস্থের কিট পৌঁছে দিলেন দুই বিজ্ঞানী

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’-এর এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিটের স্যাম্পল পৌঁছে দিয়েছেন প্রতিষ্ঠানটির দুই বিজ্ঞানী।

বুধবার (১৩) ২০০ কিট এবং চার লাখ ৩৫ হাজার টাকা বিএসএমএমইউ-তে পৌঁছে দেন গণস্বাস্থ্যের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল ও ডা. মুহিব উল্লাহ খন্দকার।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির পক্ষে কিট গ্রহণ করেন ডা. সাইফুল্লাহ মুন্সি।

ওষুধ প্রশাসনের অনুমোদনের ১২ দিন পর ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’-এর স্যাম্পল জমা নিল বিএসএমএমই। এর মধ্য দিয়ে কিটের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত