সংবাদ বিজ্ঞপ্তি

২৪ মে, ২০২০ ১৩:৫৮

তরুণ প্রজন্ম চান্দগ্রামের উদ্যোগে ১২০ পরিবারে ঈদ সামগ্রী

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ প্রজন্ম চান্দগ্রামের প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতায় মধ্যবিত্ত ১২০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার তরুণ প্রজন্ম চান্দগ্রামের আহবায়ক বাবলু হোসাইনের সভাপতিত্বে ও তরুণ প্রজন্ম চান্দগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন ৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ময়নুল হক।

বিজ্ঞাপন

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী ইলিয়াস আলী, তরুণ প্রজন্ম চান্দগ্রামের উপদেষ্টা আব্দুস সালাম, চান্দগ্রাম মসজিদ কমিটির সদস্য হাজী হেলাল উদ্দিন, স্পেন প্রবাসী সুজিব আহমেদ ও তরুণ প্রজন্ম চান্দগ্রামের সাবেক সভাপতি আব্দুর রহমান, সাইদুল ইসলাম রুজন, জিল্লুর রহমান, আকবর হোসেন জুনেদসহ তরুণ প্রজন্মের সকল সদস্যবৃন্দ।

এর আগে একই এলাকায় চান্দগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অর্থায়নে ৩০০ পরিবারের মধ্যে ৫ লক্ষ টাকার যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তরুণ প্রজন্ম চান্দগ্রাম সার্বিক সহযোগিতা করে।

এ উপলক্ষে অনুষ্ঠানে চান্দগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী খলিলুর রহমানের সভাপতিত্বে তরুণ প্রজন্ম চান্দগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে ৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, সমাজসেবক হাজী জহুরুল ইসলাম, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সমাজসেবক আব্দুস সালাম, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী ইলিয়াস আলী ও মাওলানা নুরুল ইসলাম, লন্ডন প্রবাসী সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত