সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০২৫ ১৯:৪৫

বড়লেখায় মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় ফ্রিজ এন্ড টিভি নাইট মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

অভিযাত্রা ফুটবল একাদশ গ্রামতলা এই খেলার আয়োজন করেছে। গত রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদির।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সেক্রেটারি সাব্বির রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার নায়েবে আমীর ফয়সল আহমদ, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, গ্রামতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি এমাদ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, অভিযাত্রা ফুটবল একাদশের উপদেষ্টা শ্রী রাজ কুমার চক্রবর্তী রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা সদর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহ সভাপতি মুহাম্মদ রুহুল আমীন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত