সংবাদ বিজ্ঞপ্তি

১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:৫৬

বাজারদরের সাথে সংগতিপূর্ণ ভাড়ার দাবি মৌলভীবাজারে রিকশা শ্রমিক সংঘের

দ্রব্যমূল্য কমানো, বর্তমান বাজারদরের সাথে তাল মিলিয়ে রিকশা ভাড়া পুণঃনির্ধারণ, শ্রমিকদের হয়রানি বন্ধ করে বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা চলাচলের সুযোগ প্রদানের দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজারের চৌমুহনাস্থ রিকশা শ্রমিক সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা থেকে এই দাবি জানানো হয়। জেলা রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে বিগত বছরের সাংগঠনিক ও আর্থিক লিখিত রিপোর্ট উপস্থাপন করা হয়।

রিকশা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  জেলা কমিটির সহ-সভাপতি শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ সুমন মিয়া, সাধারণ সম্পাদক খোকন মিয়া, নুর ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন চাল, আটা, ডাল, তেল, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির এসময়ে রিকশা শ্রমিকরা সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের পর যা রোজগার করেন তা দিয়ে রিকশা শ্রমিকরা মানবেতর ভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে সরকারি কর্মচারি ও মন্ত্রী-এমপিদের বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হলেও শ্রমিক-কর্মচারি বা শ্রমজীবীদের সংগতিপূর্ণ রোজগারের ব্যবস্থা করা হয়নি। এমতাবস্থায় বর্তমান দ্রব্যমূল্যের সাথে সংগতিপূর্ণভাবে রিকশা শ্রমিকদের জন্য ন্যায্য ভাড়া নির্ধারণ করা জরুরী।
    
সভা থেকে আরও দাবি করা হয় রিকশা চলাচলের জন্য শহরে বিকল্প লেন তৈরি, শ্রমিকদের হয়রানি বন্ধ করে বিকল্প লেন না করা পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা চলাচলের সুযোগ দিতে হবে, রিকশা শ্রমিকদের উপর সকল অন্যায় জুলুম-অত্যাচার-নির্যাতন বন্ধ, যাত্রী ও শ্রমিকদের সুবিধার্থে পর্যাপ্ত রিকশা স্ট্যান্ড স্থাপন এবং অবৈধভাবে দখলকৃত রিকশা স্ট্যান্ডগুলো দখলমুক্ত করা, শাহমোস্তফা রোড ও কোর্ট রোডের সংযোগস্থলে গোল চত্বর নির্মাণ করে ট্রাফিক পুলিশের ব্যবস্থা, রিকশা-ঠেলা-ভ্যান শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত