সংবাদ বিজ্ঞপ্তি

১৯ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:৫৪

জাসদ নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক জোট নেতাদের মতবিনিময়

সিলেট মহানগর জাসদ নেতৃবৃন্দের সঙ্গে সিলেট শ্রমিক জোটের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাসদের চৌহাট্টাস্থ অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাসদ মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় জাসদ মহানগরের সভাপতি এডভোকেট জাকির আহমদ বলেছেন, ধর্ম যার যার, দেশটা সবার। একটি উগ্র গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মানুষ আজ মসজিদ, মিশনেও নিরাপদ নয়। মস্তিস্ক বিকৃতরা নিজে মরছে, মানুষকেও মারছে। সরকারের উচিত শক্ত হাতে জঙ্গিবাদ দমনে দেশব্যাপী অভিযান পরিচালনা করা। একই সঙ্গে সাধারণ মানুষকেও দেশ রক্ষায় আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, জামায়াত-শিবিরের এই জঙ্গিবাদকে রুখে দিতে জাসদ ও শ্রমিকজোট নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ’

সভায় নেতৃবৃন্দ, শ্রমিক জোটের নেতৃবৃন্দ মহানগর জাসদের সঙ্গে এক হয়ে কাজ করার অভিমত ব্যক্ত করেন। মহানগর জাসদের সহ সম্পাদক হালিম আহমদ’র নেতৃত্বে প্রায় ৫০ জন শ্রমিক জোটের নেতা-কর্মী জাসদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাযাত কবির’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর জাসদের সিনিয়র সহসভাপতি ফেরদৌস আরবী, সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, জাসদ নেতা সৈয়দ মোজাফ্ফর হোসেন, সুহেল আহমদ, শ্রমিক জোট নেতা হাবিবুর রহমান সবুজ, আলী হোসেন, আনোয়ার হোসেন, আসাদ হোসেন, রুমান হোসেন, সিহাব মিয়া, স্বপন আহমদ, সাইদুল মিয়া, শামিম আহমদ, মো. ইব্রাহিম, মো. রহিম উল্লাহ, ইউসুফ মিয়া, দুলাল মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত