স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০১৬ ১১:০৩

মাহা-ইমজা মিডিয়া কাপ : উদ্বোধনী ম্যাচে জয়ী জেলা প্রেসক্লাব, আজ মাঠে নামছে টিসিজেএ ও বিপিজেএ

মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)'কে হারিয়ে শুভসূচনা করেছে সিলেট জেলা প্রেসক্লাব। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হচ্ছে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট ্এসোসিয়েশন (বিপিজেএ) ক্রিকেট দল।

এর আগে বুধবার বিকেল ৩ টায় সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম, খেলার স্পন্সর প্রতিষ্ঠান মাহার স্বত্তধীকারি, বাফুফের কার্যকরি কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম ও মহানগর পুলিশের মুখপাত্র, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রহমতউল্লাহ।

এছাড়া সিলেটের সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সকল সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাবে উপস্থিত থেকে সাংবাদিকদের ক্রীড়ানুষ্ঠানের মুহূর্তকে প্রাণবন্ত করে তোলেন। উদ্বোধনীয় খেলায় বাংলাদেশ সংবাদ সংস্থাকে ৪ উইকেটে পরাজিত করে সিলেট জেলা প্রেসক্লাব দল।

মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।

বুধবার বিকেলে উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন। চ্যানেল এসের সিলেট ব্যুরো চিফ  মঈন উদ্দিন মনজুর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রী। শুভেচ্ছা বক্তব্য দেন মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের আহ্বায়ক ইমজার ক্রীড়া সম্পাদক ফয়সল আহমদ মুন্না।

উদ্বোধকের বক্তব্যে বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকরা কাজের ব্যস্ততার মধ্যেও খেলাধুলায় অংশ নিচ্ছেন, যা প্রশংসার দাবি রাখে। এসময় তিনি আগামীতে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধনকে প্রাণবন্ত করে তোলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরি সদস্য বিজিত চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইকবাল মনসুর, সাধারণ সম্পাদক আসকার আমিন রাব্বি, ক্রিড়া লেখক সমিতির সভাপতি বদরুদোজ্জা বদর, সহ সভাপতি মান্না চৌধুরী, বিশিষ্ট আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিগেন সিংহ, জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ছোটন সিংহ, সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক শিব্বির আহমদ।

এছাড়া ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, আব্দুল আলিম শাহ, আনিস রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির মঞ্জুর আহমদ, বাংলা ভিশনের বদরুর রহমান বাবর, দেশ টিভির আশরাফুল কবির, এসএ টিভির শ্যামানন্দ শ্যামল, যমুনা টিভির প্রত্যুষ তালুকদার ও নিরানন্দ পাল, চ্যানেল নাইনের দেবাশীষ দেবু ও শাকিল আহমদ সোহাগ, মাছরাঙা টিভির সাকির হোসাইন, চ্যানেল টুয়েন্টি ফোরের গোলজার আহমদ, শফি আহমদ, দিপক বৈদ্য দিপু, বৈশাখী টিভির শামীম আহমদ সামি, এশিয়ান টিভির মোয়াজ্জেম সাজু, হাসান শিকদার সেলিমসহ সিলেটের প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সিলেট জেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। খেলায় টসে হেরে আব্দুল মুকিত অপির নেতৃত্বে ব্যাট করতে নেমে বাসস ৫ উইকেল হারিয়ে ৮৪ রানে শেষে করে তাদের ইনিংস। জবাবে যুগান্তরের ব্যুরো প্রধান ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের নেতৃত্বে সিলেট জেলা প্রেসক্লাব ৪ উইকেট বাকি থাকতেই দুর্দান্ত জয় তুলে নেয়।

খেলায় ৪৫ রান করে ম্যান অব দা ম্যাচ হন সিলেট জেলা প্রেসক্লাবের মুস্তাফিজুর রহমান রুম্মান। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আশফাক হোসেন আরমান, ইমরান আজাদ, সাদিকুর রহমান সাকি।

টুর্নামেন্টের বৃহস্পতিবারের খেলায় অংশ নিচ্ছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন।

সংক্ষিপ্ত স্কোর : 

বাসস- আহবাব মোস্তফা ০, আবদুল মুকিত অপি ২, হাসান মো. শামীম ৩২, মানাউবি সিংহ শুভ ১৩, ইউনূস ২, কামরুল ইসলাম ৭, তানভীর ১, শোয়াইব ২। জেলা প্রেসক্লাবের অলি ৪, রুম্মান ১ ও আরিফ ১ উইকেট লাভ করেন।
জেলা প্রেসক্লাব : আরিফ ১১, সুজন ৭, রুম্মান ৪৫, রেজওয়ান আহমদ ১১, কাইয়ূম উল্লাস ০, অলি ১। বাসসের শামীম ৪ উইকেট শিকার করেন।

আপনার মন্তব্য

আলোচিত