সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০১৬ ১৬:৫৩

বরইকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দক্ষিণ সুরমা উপজেলার ২ নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা রোববার (৫ জুন) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উম্মুক্ত এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন। তিনি আগামী অর্থ বছরের জন্য ৬৮ লাখ ৫৯ হাজার ৯ শত টাকা আয় এবং ৬৮ লাখ ৩৯ হাজার ৯ শত টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করেন। বছর শেষে ২০ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে আয়ের খাতের মধ্যে ইউপি’র রাজস্ব আয় থেকে ১৩ লাখ ৪৩ হাজার ৮ শত টাকা ও সরকারী প্রাপ্তি থেকে ৫৫ লাখ ১৬ হাজার ১ শত টাকা ধরা হয়েছে। ব্যয় খাতের মধ্যে সংস্থাপন খাতে ১৩ লাখ ৩৩ হাজার ৫ শত টাকা ও উন্নয়ন বাবত ৫৫ লাখ ৬ হাজার ৪ শত টাকা ধরা হয়েছে।

চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে ও বাহার উদ্দিন বাহার এর পরিচালনায় উম্মুক্ত এ বাজেট অধিবেশন বিগত বছরের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন ইউপি সচিব সেলিমুর রহমান সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার সাহেদ মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ মানিক মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ¦ গোলাম কিবরিয়া হিরা, সুনামপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মোঃ পংকী মিয়া, রবিন্দ্র কুমার দেবাশীষ, হাজী মোঃ রইছ উদ্দিন, বিশিষ্ট মুরব্বী হাজী গৌছ মিয়া, হাজী আব্দুস সাত্তার।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ তুরু মিয়া, আতাউর রহমান আফরোজ, বাবুল মিয়া, মন্টু মিয়া, নিজাম উদ্দিন, মঈন উদ্দিন, সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, জাহাঙ্গীর আলম মুসিক ও এম. রহমান ফারুক, ইউপি মেম্বার সোলেমান মিয়া, নুরুল ইসলাম মাছুম, আশিকুর রহমান, আলী আসগর, জুলেখা বেগম, নবনির্বাচিত মেম্বার কামাল মিয়া, লয়লু মিয়া, সৈয়দ মুমিনুর রহমান সুমি, এনাম আহমদ, এহসানুল হক সানু, শরীফ উদ্দিন, হুসনে আরা বেগম ও রাজিয়া বেগম, হাজী তাহির আলী, মোঃ ওলিউর রহমান, আব্দুল জব্বার, তেরা মিয়া, হাজী শরীফ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজমান আলী, আইডিয়া সেবা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তৌফিক বিন ইকবাল,  প্রজেক্ট ফেসিল্টের মোঃ সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজিরখলা রিয়াছত সুনামপুর জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ জুবায়ের আহমদ। দোয়া পরিচালনা করেন কাজিরখলা রিয়াছত সুনামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান আমিনী।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা সম্মিলিত ভাবে কাজ করে বরইকান্দি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে।
উম্মুক্ত এ বাজেট ঘোষণাকালে ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন বলেন, ইউনিয়নের উন্নয়নের স্বার্থে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত