সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০১৬ ২২:৫৮

সমবায় ভবন ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটের জিন্দাবাজারস্থ সমবায় ভবনের তিনিটি বিল্ডিং ঝুঁকিমুক্ত বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ দাবিতে রোববার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ওই ভবনের ৪৪জন ব্যবসায়ী।

স্মারকলিপিতে ব্যবসায়ীদের দাবি, নগরীর জিন্দাবাজারস্থ সমবায় ভবন-এর বিল্ডিংগুলোর নির্মাণকাল ও অবকাঠামোগত প্রকৃত নিরীক্ষন না করেই সম্প্রতি সিসিক’র পক্ষ থেকে ভেঙ্গে ফেলার নোটিশ দেয়া হয়েছে। তারা বলেন, সমবায় ভবনটি মূলত ৪টি পৃথক বিল্ডিং সমন্বয়ে গঠিত। তন্মধ্যে মাঝখানের বিল্ডিংটি নব্বইয়ের দশকে নির্মিত। পাঁচতলা ফাউন্ডেশনের দুতলা বিশিষ্ট এ ইমারতে বর্তমানে ২৩টি দোকান রয়েছে। এ ইমারতে কোন প্রকার ত্রুটি আছে বলে কখনো কোন কারিগরি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সমবায় ভবনের উত্তর পার্শ্বের পাঁচতলা ফাউন্ডেশনের তিন তলা বিল্ডিংয়ে রয়েছে ‘সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” কার্যালয় ও ১৫টি দোকান। এ বিল্ডিংয়েও কারিগরি ত্রুটি থাকার কোন প্রমান নেই।

সমবায় ভবন-এর পশ্চিমাবর্তে রাস্তা সংলগ্ন পাঁচতলা ফাউন্ডেশনের তিনতলা বিল্ডিংয়ে রয়েছে প্রায় ৬০টি দোকান। বিল্ডিংটি ১৯৮৬সালে নির্মিত এবং এ বিল্ডিংয়েও কখনো কোন কারিগরি ত্র“টির প্রতিবেদন দেয়া হয়নি। উল্লেখিত তিনটি ছাড়া সমবায় ভবনের অপর একটি বিল্ডিং পুরাতন এবং বিভিন্ন সময় এর কারিগরি পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। এসব ভবনে শতাধিক দোকান মালিক ব্যবসা করে তাদের পরিবার পরিজনের ব্যয় নির্বাহ করছেন। নোটিশ বলে এগুলো ভেঙ্গে ফেলা হলে শতাধিক পরিবার পথে বসা ছাড়া কোন গত্যন্তর নেই। স্মারকরিপিতে বুয়েট অথবা শাবি’র নির্মান প্রকৌশলী দ্বারা সমবায় ভবনের সব ক’টি বিল্ডিং পরীক্ষা করিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহনের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে ব্যবসায়ীদের পক্ষে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুন্সী, মোহাম্মদ জসিম উদ্দিন সরদার, হাজী তবারক আলী, কামরুল ইসলাম, আনোয়ার রশিদ, সুরঞ্জিৎ চৌধুরী, আবুল কালাম, আব্দুস সালাম, জামিল আহমদ, শফিকুর রহমান, শেখ হারিছ আলী, কাজল মিয়া, মুমিনুর রহমান মুমিন, নজরুল ইসলাম লস্কর, আবু হোসাইন মো.আবু ওবায়দা, আব্দুল হাই প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত