সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৬ ১৯:৪৮

‘মানবতার ব্রত নিয়ে এগিয়ে চলছে সিলেট বিবেক’

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, সিলেট বিবেক মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে চলছে। তাদের শিক্ষা বৃত্তি, চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন মানবহিতকর কাজ সমাজের জন্য সহায়ক শক্তি হিসেবে বিবেচিত হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এই প্রয়াস অব্যাহত থাকবে বলে আশ্বাস ব্যক্ত করেন তিনি।

মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক-এর ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উদ্বোধকের বক্তব্যে স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ আরো বলেন, এই ঐক্যের শক্তিতেই একদিন নতুন সমাজ গড়ে উঠবে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর চালিবন্দরস্থ উমেশ চন্দ্র নির্মলা বালা ছাত্রাবাসে আয়োজিত সম্মেলনে জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী বিমলেন্দু দে নান্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে।

বক্তব্য রাখেন, এডভোকেট পঙ্কজ কুমার রায়, অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, জলধীর রঞ্জন চৌধুরী, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা প্রণব দেবনাথ, অধ্যাপক দেবাশীষ দেবনাথ, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক শঙ্কর চৌধুরী, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, লেখক সুমন বণিক, নমিতা দেব প্রমুখ।

সংগঠনের সহ-সভাপতি অনাথ বন্ধু এষ পংকজ ও সহ সম্পাদক বীরেন্দ্র সূত্রধরের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি অনাথ বন্ধু এষ পংকজ। সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায়। সম্মেলনে সংগীত পরিবেশন করেন উপমা পাল তিথি, অনামিকা চন্দ, তিথি, তনুশ্রী রায়, প্রত্যাশা পাল সৃজনা, গীতা দাশ, নবনিতা সিনহা প্রমুখ।

সম্মেলনে জলধীর রঞ্জন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসকে সভাপতি, সুব্রত দেবকে সাধারণ সম্পাদক, স্বপন পালকে সাংগঠনিক সম্পাদক ও অধ্যাপক অনবীর রায়কে কোষাধ্যক্ষ মনোনীত করে কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত