সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৬ ২০:২৫

‘আইনশৃঙ্খলা রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে’

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ বলেছেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এলাকার উন্নয়নমূলক কাজে সামাজিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে। নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক এলাকায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া আবাসিক এলাকায় নাম্বার প্লেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পাঠানপাড়া সোনালী সংঘের উদ্যোগে শুক্রবার (২ ডিসেম্বর) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠানপাড়া সোনালী সংঘের সভাপতি শাহেদ আহমদ আরবী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, ২৭নং ওয়ার্ড কমিশনার আব্দুল জলিল নজরুল, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকশানা বেগম শাহনাজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জগলুল হোসেন জামি, আনোয়ার হোসেন, আব্দুল মালিক, মোজাফফর খান, গুলজার খান, সেলিম রানা, ছয়েফ খান, শমসের সিরাজ সোহেল, মুহিবুর রহমান খান, মুহিবুর রহমান, শামীম খান, শায়েদ আলী ময়না, মনজুর আলম। আরো বক্তব্য রাখেন, আফজল সিরাজ পাবেল, মাসুদুর রহমান খান, মোশাররফ খান কালাম, গোলাম জিলানী নিজাম, আব্দুল মন্নান খান, মোরশেদ আলম খান, রাশেদুল হোসেন শোয়েব, মুমিনুল হক বকুল, ইজাজুল হোসেন রাহেল, সমর খান, তাফসির খান তুহিন, ইফতেখার হোসেন ফাহিম, বদরুল খান উবেদ, মিলাদ আহমদ, দিলওয়ার খান, ফাহিম খান, শেখ ওমর ফারুক বাবলু, গোলাম মেরাজ রিফাত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত