সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৬ ২২:৪২

খোজারখলায় বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে টেকনিক্যাল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ব্রাজিল হলুদ দল বনাম ইটালি লাল দল অংশ গ্রহণ করে।

এ উপলক্ষে খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাই’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মেহরাজ হোসেন রাজুর পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংঘের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সুজন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের ক্রীড়া সম্পাদক শরীফ উদ্দিন মুন্না শাহ।

বক্তব্য রাখেন- সংঘের সহ সভাপতি বদরুল আলম রিপন, সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ রুহেল, সমাজসেবা সম্পাদক খোকন আহমদ, সহ সমাজসেবা সম্পাদক রিয়াদ শাহ, প্রচার সম্পাদক জাকির হোসেন, সহ ক্রীড়া সম্পাদক আশরাফুর রহমান, নির্বাহী সদস্য সাগর আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু বলেছেন, খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে। যুব সমাজকে অন্যায় ও অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বিজয়ের মাসে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন শামীম আহমদ, সহকারী আফজল ও মুন্না। ধারাভাষ্যকার ছিলেন কামরান হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত