সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫৩

অপশক্তিকে মোকাবিলায় আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে :কামরান

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তি নানাভাবে দেশকে পিছিয়ে দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এসব অপশক্তিকে মোকাবিলা করতে তৃণমূল আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে।

সিলেটের মদন মোহন কলেজ ও সিলেট মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুল রহমান আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়া উপলক্ষে রোববার (৪ ডিসেম্বর) বিকেলে শমসেরনগর রেলওয়ে সংলগ্ন মাঠে শমসেরনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 

অনুষ্ঠানে শমসেরনগর ইউপি যুবলীগের আহবায়ক তারিকুজ্জামান সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গোপাল বর্মা মনি’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আলীনগর ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক বাদশা, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মো. মোশাহিদ আলী, শমসেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহেল তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ময়নুল হক ইলিয়াছি দিনার, শমসেরনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শংকর রাজভর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন বর্মা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত