সিলেটটুডে ডেস্ক

২০ মার্চ, ২০১৭ ১৮:০২

প্রবাসীরা দেশের মূল চালিকা শক্তি: খাদিমপাড়ায় ইউএনও

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইছার মোহাম্মদ ফারাবী বলেন, সিলেট প্রবাসী বহুল অঞ্চল। প্রবাসী বহুল হওয়ায় প্রবাসীদের প্রেরিত অর্থ অনেকেই ব্যাংকে রক্ষিত রাখেন। এসব অর্থ সঠিক ব্যবহারের অভাবে সিলেটে অঞ্চলে সে রকম শিল্পকারখানা কিংবা প্রতিষ্ঠান গড়ে উঠছে না। যার ফলে অলস টাকা ব্যাংকে রয়ে যাচ্ছে। এসব অর্থ সঠিকভাবে ব্যবহৃত হলে বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রবাসীরা আমাদের দেশের মূল চালিকা শক্তি। রাষ্ট্র পরিচালনার প্রবাসীদের প্রদানকৃত রেমিটেন্স মূল চালিকা হিসেবে কাজ করে।

রোববার (১৯ মার্চ) রাতে সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে ও ফখরুল ইসলাম দুলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম।

সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী জিএসসির সহ-সভাপতি (নর্থ ইস্ট) এম জামান চৌধুরী তসলিম ও কাতার প্রবাসী রুহেল কবিরকে সংবর্ধনা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইছার মোহাম্মদ ফারাবী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মলন মিয়া, আনোয়ার হোসেন অনু, কবির আহমদ, আলী আহমদ জাকের, আব্দুল মছব্বির, আফজল কবির, অপু তালুকদার, আব্দুস সামাদ, লুৎফুর রহমান, জসিম আহমদ, সাইফুল আলম সিদ্দিকী, স্বপন আহমদ, মুমিন মিয়া, তুহিন আহমদ, শহীদুজ্জামান শাহিন, সুহেল আহমদ, ফরিদ আহমদ, বাদশাহ মিয়া, ইউনুস আহমদ, রিপন আহমদ, শহীদ আহমদ, রাসেল মিয়া, সেনাজ আহমদ, মুহিবুর রহমান, শাহীন আহমদ, লিটন আহমদ, জাহিদুল ইসলাম, রুবেল আহমদ, রুমন আহমদ, ধনঞ্জয় সরকার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত