সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০১৭ ১৮:১১

নর্থইস্ট ক্যান্সার হাসপাতালে উন্নত চিকিৎসার লক্ষ্যে মতবিনিময় সভা

সিলেটের ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য নর্থইস্ট ক্যান্সার হাসপাতাল সিলেট, বাংলাদেশ ও হার্ভার্ড মেডিকেল স্কুল, ইউ.এস.এ এর সাথে আন্তর্জাতিক কলাবরেশন (সহযোগিতা) এর ক্ষেত্র তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে দক্ষিণ সুরমারস্থ নর্থ ইস্ট মেডিকেল কলেজ কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় নর্থইস্ট ক্যান্সার হাসপাতালের পক্ষে বক্তব্য রাখেন নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লি. ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, ডা. মো. তৈমুর হোসেন তালুকদার, ডা. মোছা. সূচনা নাজরীন, ডা. মোঃ সাব্বির হোসেন প্রমুখ।

এছাড়া নর্থইস্ট মেডিকেল কলেজ, অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ নূরুল আম্বিয়া চৌধুরী, অধ্যাপক ডা. মো. আব্দুল খালিক বড়ভূইয়া, অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম, অধ্যাপক ডা. কাজী আক্তার উদ্দিন, ডা. অশোক বিজয় দাস গুপ্ত, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. মো. জসীম উদ্দিন, ডা. মামুম ইবনে মুনিম, ডা. এস.এ.এম ইমরান হোসেন, ডা. রাবেয়া বেগম, ডা. হাবিবা আক্তার, ডা. উম্মে সৈয়দা বিলকিছ, ডা. আয়েশা আক্তার, ডা. শিফা বেগম, নর্থইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ ডা. মিসেস গুলবদন সহ অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

হার্ভার্ড মেডিকেল স্কুল, ইউ.এস.এ এর চিকিৎসকগণ বক্তব্য রাখে যথাক্রমে- Dr. Anne Kathryn Goodman, Dr. Bimalangshu Dey, Dr. Anne Marie Barron, তাছাড়া Mr. Jason Harlow  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় মহিলাদের ক্যান্সার চিকিৎসায় সহায়তার জন্য অবকাঠামোগত উন্নয়ন ও প্রশিক্ষণ সহ চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিতে সহায়তা করতে হার্ভার্ড মেডিকেল স্কুলের চিকিৎসকগণ মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, নর্থইস্ট ক্যান্সার হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। ক্যান্সারের সঠিক চিকিৎসার জন্য এ হাসপাতালে রয়েছে আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী পরিচালিত স্বয়ং সম্পূর্ণ কেমোথেরাপি ইউনিট, অত্যাধুনিক রেডিওথেরাপি ইউনিট, যাতে রয়েছে ২ডি, ৩ডি, সিআরটি, র‌্যাপিড আর্ক, আইএমআরটি, আইজিআরটি, প্রযুক্তিসহ লিনিয়াক এক্সেলেরেটর এবং ব্র্যাকিথেরাপী ইউনিট।

আপনার মন্তব্য

আলোচিত