সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৭ ২০:২৪

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের শিশু চারুকলা উৎসব শুরু

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল প্রাঙ্গনে ১৩দিন ব্যপি শিশু চারুকলা উৎসব শুরু হয়েছে। রোববার এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

বিকেলে অনুষ্ঠানের শুরুতে ছন্দ নৃত্যালয়ের পরিবেশনায় উদ্বোধনী নৃত্য ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বিশেষ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান “আমরা করবো জয়” পরিবেশিত হয়। এর পর বিশেষ শিশুদের আকাঁ চিত্র কর্ম ও বিশেষ শিশুদের হস্তশিল্প মেলার পরির্দশন করেন জেলা প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, নৃত্য শিল্পী বিপুল শর্মা, রনি রন, ঈশিতা রায়, মিতালি দেব, সাগর আহমেদ, মস্তাফিজুর রহমান সুমন, মঞ্জুরুল ইসলাম ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের শিক্ষক ও অভিবাবক বৃন্দ ।

২ এপ্রিল থেকে ১৪ তারিখ প্রতিদিন বিকাল ৪ থেকে ৭টা পর্যন্ত চলবে এ উৎসব। ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল বিশেষ শিশু ও ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ শিশুদের জন্য উৎসব উন্মুক্ত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত