সিলেটটুডে ডেস্ক

০৯ এপ্রিল, ২০১৭ ২২:৩৯

সিলেটে আধুনিক খামার ব্যবস্থাপনা ও পশু চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিম, দুধ, মাংস, সুস্বাস্থ্যের উৎস- এ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে আধুনিক খামার ব্যবস্থাপনা ও পশু চিকিৎসা বিষয়ক কর্মশালা।

রোববার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে এসি আই এনিমেল হেলথ সিলেট জোনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. এ টি এম মাহবুব ইলাহী। প্রধান বক্তা ছিলেন মো. নুরুল আমিন (কনসালটেন্ট এসিআই এনিমেল হেলথ)।

কর্মশালায় সিলেটের ১৮১ জন খামারি অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্বজিত রায় বানু, জোনাল সেলস ম্যানেজার এসি আই এনিমেল হেলথ। এছাড়াও উপস্থিত ছিলেন মোজাফফর হোসেন, ডা. সাহাবুদ্দীন আহমেদ।

কর্মশালায় পশু চিকিৎসা ও খামার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত