সিলেটটুডে ডেস্ক

২০ এপ্রিল, ২০১৭ ২৩:১৭

মহামতি লেনিনের জন্মবার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল শনিবার

মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার দুনিয়ার সকল মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস মহামতি কমরেড লেনিন এর জন্মবার্ষিকী ২২ এপ্রিল। এ উপলক্ষে ‘‘সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট’’ এর উদ্দ্যোগে লাল পতাকা মিছিল এর আয়োজন করা হয়েছে।

উক্ত লাল পতাকা মিছিল আগামি ২২ এপ্রিল (শনিবার) বেলা ১১ টায় সিলেট রেজিষ্টারি মাঠ হইতে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। লাল পতাকা মিছিল সফল করার জন্য ‘‘সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট’’ এর উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ টায় বন্দর বাজার থেকে চৌহাট্টা পর্যন্ত গনসংযোগ করা হয়।

গনসংযোগকালে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি কমরেড আবুল হোসেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, সিপিবি সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো খায়রুল হাসান, নারী নেত্রী ইন্দ্রানী সেন সম্পা, এডভোকেট রনেন সরকার রনি, জুবায়ের চৌধুরী সুমন, ফজলে রাব্বী ওয়াফী, আজিজুর রহমান খোকন প্রমুখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ রুশ বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ তথা সমগ্র দুনিয়াব্যাপী সাম্রাজ্যবাদী  আগ্রাসনে মানবসভ্যতার তথা মনব মুক্তির জন্য সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শিক্ষার প্রয়োজনীয়তার কথা জনগনের সমনে তুলে ধরেন।

আপনার মন্তব্য

আলোচিত