সিলেটটুডে ডেস্ক

২১ এপ্রিল, ২০১৭ ২৩:২৮

লেনিনের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে লালপতাকা মিছিল শনিবার

মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার দুনিয়ার সকল মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস কমরেড লেনিন এর জন্মবার্ষিকী শনিবার।

এ উপলক্ষে ‘‘সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট’’ এর উদ্যোগে লাল পতাকা মিছিল এর আয়োজন করা হয়েছে।  লাল পতাকা মিছিল শনিবার বেলা ১১ টায় সিলেট রেজিষ্টারি মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। লাল পতাকা মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত লেনিনের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পরে উদীচী সিলেট জেলার শিল্পীদের পরিবেশনায় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনায় লাল পতাকা মিছিলের কার্যক্রম সমাপ্ত করা হবে।

লাল পতাকা মিছিল সফল করার জন্য ‘‘সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট’’ এর  সভা শুক্রবার (২১  এপ্রিল) বিকাল ৪ টায় কুমারপাড়ায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট’’ এর আহবায়কেএডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এবং পরিচালনা করেন কমিটির সদস্য সচিব অধ্যাপক আবুল কাশেম। সভায় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোঃ আরশ আলী, জাসদ সিলেট জেলারর সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি আবুল হোসেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, ন্যাপ সিলেট মহানগর সভাপতি ইসহাক আলী, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকান্দর আলী, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া, যুব ইউনিয়ন সিলেট জেলা সভাপতি মো খায়রুল হাসান, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক রতন দেব, নারী নেত্রী ইন্দ্রানী সেন সম্পা, গোলাম রাব্বী চৌধুরী ওয়াফী, আজিজুর রহমান খোকন প্রমুখ।

 সভায় নেতৃবৃন্দ শনিবারের লাল পতাকা মিছিল সফল করার জন্য সিলেটের প্রগতিশীল সকল দল ও সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত