সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৭ ২৩:২০

সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

এমাদ সভাপতি, বিপ্লব সেক্রেটারী নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা মোটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে এমাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ওয়ালিউল্লাহ খন্দকার বিপ্লব নির্বাচিত হয়েছেন।

সিলেট নগরীর কদমতলীস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের ১৭২৭ জন সদস্যের মধ্যে ১১৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মো. এমাদ উদ্দিনের প্রাপ্ত ভোট ৬০১। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফারুক মিয়া পেয়েছেন ৫৩৭ ভোট। কার্যকরী সভাপতি পদে ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. বাছিত আহমদ। তার প্রতিদ্বন্দ্বি মাছুম আলম পেয়েছেন ৪৫৮ ভোট। সহ সভাপতি। সহ সভাপতির ৫টি পদে বিজয়ী ও তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে- সেলিম আহমদ (৫৭৩), রতন সিংহ (৫৪০), দিলওয়ার হোসেন (৪৯৬), আহসান উল্লাহ শেখ (৪৪৮) ও জালাল আহমদ (৪০৩)। সাধারণ সম্পাদক পদে ওয়ালি উল্লাহ খন্দকার বিপ্লব ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মুকিত মুকুল পেয়েছেন ২৯৯ ভোট।

সহ সাধারণ সম্পাদকের ২টি পদে জয়ী মো. নাছির উদ্দিন ৫৭৫ ভোট ও পারভেজ আহমদ ৫৫১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫০৪ ভোট। প্রচার সম্পাদক পদে ৫৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন হেলাল আহমদ।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে বাবলু হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. রিয়াজ উদ্দিন , কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. লায়েক আহমদ, আইন বিষয়ক সম্পাদক পদে জুয়েল আহমদ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আব্দুর রকিব নির্বাচিত হয়েছেন।

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, সংগঠনের স্থায়ী উপদেষ্টা শামীম আহমদ ও কেন্দ্রীয় নেতা পিয়ার মাহমুদের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখক ও সিনিয়র শিক্ষক এম. শামসুল আলম রফু। রাতে নির্বাচনী ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব তৌফিক বক্ত লিপন, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুর রহমান, সংগঠনের স্থায়ী উপদেষ্টা সাংবাদিক এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সাংবাদিক মঈন উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী শাহ মোহাম্মদ বদরুজ্জামান বদরুল, বাংলাদেশ মটরযান মেকানিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের সভাপতি আব্দুর রব, ময়মনসিংহ জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, ঢাকা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল ইসলাম, নারায়নগঞ্জ জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের সভাপতি আব্দুল জব্বার, ঢাকা জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের নেতা মহসিন পাটোয়ারী, জসিম উদ্দিন, সামছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন প্রমুখ। এছাড়া, দিনভর অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শন করেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত