সংবাদ বিজ্ঞপ্তি

২৩ জুন, ২০১৭ ১৮:০৯

রোববার শুরু হচ্ছে ইসকন সিলেটের রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব রোববার (২৪ জুন) থেকে শুরু হচ্ছে।

আগামী ৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে রথযাত্রা উৎসব শেষ হবে রথযাত্রা উৎসব। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
 
রথযাত্রার প্রথম দিন রোববার দুপুর ১২টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। উদ্বোধক হিসেবে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আলোচনা সভার পরে ইসকন সিলেট মন্দির হতে ৩টি ফোল্ডিং রথ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসকন সিলেটে এসে সমাপ্তি ঘটবে।  

এ উপলক্ষে ইসকন সিলেটে রোববার সকাল ১০টায় বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের মধ্যে রয়েছে হরিণাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গলকামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবতকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শনী এবং ধর্মীয় নাটক প্রদর্শন।

ইসকন সিলেটের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী জানান, রথযাত্রা উৎসবকে প্রাণবন্ত করতে ইতোমধ্যেই সমস্ত ধরণের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরের দিকে মেট্রোপলিটনের পুলিশ কমিশনারের সাথে রথযাত্রা আয়োজক কমিটির আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক পাহারায় থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেটের নেতৃবৃন্দ ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্থরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত