সিলেটটুডে ডেস্ক

২৫ জুন, ২০১৭ ০১:৫৭

জিল্লুল হক জিলুর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, দলের সকল সংকটময় মুহুর্তে জিল্লুল হক জিলু শহীদ জিয়ার একজন খাঁটি সৈনিকের মতো দলের পক্ষে কাজ করতেন। তার এই শূণ্যতা কোনদিন পূরন হবার নয়। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করে অবিলম্বে খুনিদের শাস্তি দাবী করেন এবং খুনিচক্রের পৃষ্ঠপোষকদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার আহবান জানান।

গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক শহীদ জিল্লুল হক জিলুর ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদ ও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ছাতক উপজেলার পালপুর গ্রামে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব স্মরণ  সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জজ কোর্টের ভিপি.জিপি. এডভোকেট রাজ উদ্দিন বলেন জিল্লুল হক জিলু একজন দক্ষ সংগঠক ছিল। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, জিলুর মত মেধাবী ছাত্রনেতাকে হত্যা করে ছাত্র রাজনীতিকে কলংকিত করা হয়েছে। এই হত্যার মাধ্যমে সিলেটে ছাত্রদলের যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। তিনি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং জিল্লুল হক জিলুর আত্মার মাগফেরাত কামনা করেন। জিল্লুল হক জিলুর বড় ভাই ছাতক উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ আহসান মাহবুবের সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রদলের সদস্য ও জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ, সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সিনিয়র আইনজীবি এডভোকেট আব্দুল কুদ্দুস, বিশিষ্ট সমাজসেবী বাহারুল ইসলাম রিপন, লন্ডন প্রবাসী কনা মিয়া, সিলেট জেলা বিএনপির সদস্য ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট আইনজীবি এডভোকেট আলা উদ্দিন, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান এমরান, আব্দুল মমিন, সৈয়দ পীর, দক্ষিণ খুরমা ইউ/পি বিএনপি সভাপতি শামীম আলম নোমান, সেলিম আহমদ, ফজলু মিয়া, আফরুজ মিয়া, নিজাম উদ্দিন, এমরান আহমেদ, আশরাফ আহমদ, কবির আহমদ, শহীদ আহমদ, হেলাল আহমদ, নাসির হাসান রুবেল, পালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জিল্লুল হক জিলুর পিতা নূর মিয়া তালুকদার, বিশিষ্ট মুরব্বী মাস্টার শামছু মিয়া, ফজলু মিয়া, আফরুজ আলী, আশিক মিয়া, নেছার উদ্দিন, সুমন মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু আহমেদ আনসারী, সিলেট মহানগর যুবদল নেতা নুরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফয়জু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তালুকদার আশরাফ, মহানগর যুবদল নেতা হেলাল আহমদ, সুজন মিয়া, সুয়েবুল কিবরিয়া,হাবিবুর রহমান হাবীব, হৃদয় আহমদ, সিলেট ল’কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, শামীম আলী, জিয়াউর রহমান জিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদের সভাপতি হোসাইন আহমদ, জহিরুল ইসলাম জহির, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আহমদ খান, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ও জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম ্আলী, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা আজাদুর রহমান আজাদ, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক কামাল আহমদ, শেখ স¤্রাট, ফারুক আহমদ, ওসমান গণি কাছন, দিদার আহমদ, সাজিদ নূর বাবু, শফিক আহমদ, আশরাফ উদ্দিন রাজীব, আবুল বাশার, এডভোকেট মাহী উদ্দিন, ডাঃ ইমরান আহমদ, জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক রাজ্জাক খান রাজ, জেলা ছাত্রদলের সদস্য হেলাল আহমদ মাছুম, এম.এ দিলোয়ার হোসেন, শাহ খুরুম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এস. কে শাহীন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাহিদ আহমদ, আলী আহমেদ রেদওয়ান, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, মহানগর ছাত্রদল নেতা লায়েক আহমদ, জেলা ছাত্রদলের সদস্য এস.এম তাহফিম, জেলা ছাত্রদলের সদস্য রাহাত আলম শোভন, নজরুল আহমদ, নাজমুল ইসলাম আখল, সামছুল, সুজন, রায়হান, রুবেল, আফিজ, তারেক, মাইদুল, সুহেল আহমদ, রাজু আহমদ অপু, মিজান চৌধুরী, সুহেল আহমদ, আহমেদ রাসেল, রাসেল আহমদ জীবন, খালেদ আহমদ, বাবুল আহমদ, আফজল আহমদ প্রমুখ। কোরআন তেলওয়াত করেন মাওঃ আব্দুল হান্নান, মোনাজাত করেন মাওলানা আব্দুল গফফার।

আপনার মন্তব্য

আলোচিত