সংবাদ বিজ্ঞপ্তি

২৫ জুন, ২০১৭ ২২:৫৯

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে রথযাত্রার ঐতিহ্য অনন্য : মেয়র আরিফ

সিলেটের রথযাত্রায় সকল মানুষের উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতির এক বন্ধনের ঐতিহ্য বহন করে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধনে সিলেটের রথযাত্রার ঐতিহ্য অনন্য।

রোববার (২৫ জুন) দুপুরে সিলেটের কাজলশাহস্থ ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথা বলেন।

সন্ত্রাস, জঙ্গিবাদ, সমাজ ও রাষ্ট্র বিরোধী অপতৎপরতা প্রতিরোধে নগরবাসীকে জোরালো ভূমিকা রাখাতে সকলের প্রতি আহবান জানান তিনি।

ইসকন সিলেটের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিতে ও ইসকন ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক দেবামৃত নিতাই দাসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি জয়ন্ত সেন দিপু, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু রায়, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আব্দুল রকিব বাবলু, সিলেট মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসকন সিলেটের ইয়ূথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু বলেন, কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘ভুয়া তথ্য’ প্রকাশের মাধ্যমে জনসমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। এসময় তিনি এসকল ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সদস্য মলয় পুরকায়স্থ, কৃপেশ পাল, সিলেট জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাস ধনু, সাবেক সাংগঠনিক সম্পাদক কিশোর কান্তি দে।
 


আপনার মন্তব্য

আলোচিত