বড়লেখা প্রতিনিধি

০৩ জুলাই, ২০১৭ ০৯:৪৫

বড়লেখা-জুড়ীর বন্যাদুর্গত এলাকায় কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ বিতরণ

হাকালুকি হাওর তীরের বন্যা কবলিত জুড়ী ও বড়লেখা উপজেলায় ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ বন্যা কবলিত গ্রামগুলোও ঘুরে দেখেন।

রোববার (২ জুলাই) দিনব্যাপী কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে ও স্থানীয় আওয়ামী লীগের বাস্তবায়নে জুড়ী উপজেলার ভূঁয়াই বাজার, কন্টিনালা, কালনীগড়, নিরোধবিহারী উচ্চ বিদ্যালয়ে ১০০০ হাজার (এক হাজার) পরিবার; বড়লেখা উপজেলার সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের ৭৮টি পরিবারকে ত্রাণ দেয়া হয়।

এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংঙ্কু রঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সাবেক চীফ হুইপ আব্দুস সহিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, অধ্যাপক রফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বড়লেখায় সুজানগর ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকুর সঞ্চালনায় হুইপ শাহাব উদ্দিন এমপি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ইউপি চেয়ারম্যান নছিব আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে। হাওরপাড়ের মানুষদের অনাহারে কিংবা অর্ধাহারে থাকতে হবে না। ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠার আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার দুর্গতদের মাঝে চাল ও টাকা বিতরণ অব্যাহত রাখবে। আহমদ হোসেন আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাঠিয়েছেন আপনারা কেমন আছেন দেখে যাওয়ার জন্য। আপনারা কোনো চিন্তা করবেন না, বন্যাদুর্গত মানুষদের মাঝে আওয়ামী লীগ অতীতেও ছিলো, বর্তমানে আছে এবং আগামীতেও থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত