সংবাদ বিজ্ঞপ্তি

০৫ জুলাই, ২০১৭ ২২:৩৮

দাউদপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিরীর ত্রাণ বিতরণ

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরীর ব্যক্তিগত তহবিল থেকে বুধবার দিনব্যাপী দাউদপুর ইউনিয়নের ইনাত আলীপুর, মির্জানগর, মানিকপুর ও পানিগাঁও গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং গ্রামগুলো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ কর্নেল, উপজেলা পশ্চিম তালামীযের সাবেক সভাপতি হাফিজ রওশন আহমদ, মাসিক চন্দ্রবিন্দুর সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, হোসেনপুর আদর্শ ইসলামী জনকল্যাণ সংস্থার সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ আলী আহমদ, উপজেলা তালামীয নেতা সুহেল আহমদ, মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের বাংলাদেশ কমিটির সেক্রেটারী শহির উদ্দিন।

ত্রাণ বিতরণকালে ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী বলেন, বন্যা দুর্গত এলাকার মানুষগুলো সীমাহীন দুর্ভোগের মধ্যে আছে। তাদেরকে সহযোগিতা করা ইমানী দায়িত্ব। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাকে কোন তহবিল দেয়া হয়নি। তারপরও আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে দাড়িয়েছি।

তিনি দুর্গতদের সাহায্য-সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত