সংবাদ বিজ্ঞপ্তি

০৬ জুলাই, ২০১৭ ২৩:৩৯

বড়লেখায় মাইজপাড়া যুব কল্যাণ সমিতি, ব্লাড ডোনেট ক্লাব ও ছাত্রদলের ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাইজপাড়া যুব কল্যাণ সমিতি ও ব্লাড ডোনেট ক্লাব বড়লেখা।

গত বুধ ও বৃহস্পতিবার পৃথকভাবে সংগঠনগুলো বন্যা দুর্গতদের মানুষকে এ ত্রাণ সহায়তা দেয়।

জাতীয়তাবাদী ছাত্রদল : বৃহস্পতিবার বিকেলে উপজেলার দশঘরি গ্রামের বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসন, সাবেক ছাত্রদল নেতা সোহেল আহমদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান মুজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন, ছাত্রদল নেতা আসুক আহমদ, আমান উদ্দিন, শিপার আহমদ, মেহেদি হাসান, শাহ আলম, মনসুর আহমদ, কবির আহমদ, মিসবা আহমদ, জাফর আহমদ প্রমুখ।

মাইজপাড়া যুব কল্যাণ সমিতি : গত বুধবার সামাজিক সংগঠন মাইজপাড়া যুব কল্যাণ সমিতির উদ্যোগে তালিমপুর ইউনিয়নের বন্যা দুর্গত ১২৯ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষক লুৎফুর রহমান চুন্নুর সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তরুণ সমাজসেবক মো. আবু হানিফ, উপদেষ্টা শহিদুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ (শুক্কুর), অর্থ সম্পাদক মো. আমিনুর, মজির উদ্দিন, ছমির উদ্দিন বাবুল, সমিতির সহ সভাপতি ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, নাহিদ আহমদ রিমন, মারুফ, বককর, জুৃমন আহমদ, রাজ্জাক, জাহাঙ্গির আহমদ, আঃ মুহিত প্রমুখ।

ব্লাড ডোনেট ক্লাব : উপজেলার তালিমপুর ইউনিয়নের বন্যা দুর্গত তেলিমেলি, ধলিরপার, নয়াগ্রাম, নেরাকান্দি, খুঁটাউরা ও হাল্লা গ্রামের ২৫০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা, আল্লামা ফুলতলী (র:) শিক্ষা ও সেবা ফাউন্ডেশন বড়লেখা, ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা আব্দুর রহিম চুন্নু, প্রবাসী আতিক আহমদ, তিন্নি বেগম, আসুক আহমদ খানের সহযোগিতায় বন্যাদুর্গতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল ইসলাম বাবলু, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন জামী, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, সহ প্রচার সম্পাদক কমল দেব, অফিস সম্পাদক নুরুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমদ, শাহবাজপুর ইউপি শাখার সভাপতি মো. তওয়াহিদুর রহমান টিপু, পৌর শাখার সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছলু, সদর ইউপি শাখার প্রচার সম্পাদক তাজ উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম, সিলেট ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল রেশমা, আল্লামা ফুলতলী (র:) শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সদস্য মো. নুরুল ইসলাম, মুসলিম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত