০৮ জুলাই, ২০১৭ ১৬:৩১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে।
শনিবার (৮ জুলাই) একাদশ শ্রেণির নতুন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কলেজ কক্ষে অরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবু হানিফার সঞ্চালনে এসময় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আবুবক্কর সিদ্দিক, মো. সুজাত মিয়া, নুরুল হক মাষ্টার, প্রভাষক আ.স.ম. সামাদুল ইসলাম (পৌরনীতি, রিপন চন্দ্র সরকার (বাংলা), ফরিদ উদ্দিন আক্তার (ইতিহাস), বাহা উদ্দিন (যুক্তিবিদ্যা), নেহারুল হক (সমাজবিজ্ঞান), লিটন চন্দ্র সরকার (হিসাব বিজ্ঞান), বীরেন্দ্র কুমার দে (অর্থনীতি), শুক্কুর আলী (ইংরেজি), এমদাদুল ইসলাম (পরিসংখ্যান), বাবুল মিয়া (গণিত), শামছুল আলম (জীববিজ্ঞান), মৃদুল কান্তি কর (পদার্থবিজ্ঞান), ফারুক আহামদ (রসায়ন), সীমা রায় (ইংরেজী), ইমরান আহমেদ (সমাজ বিজ্ঞান), কামরুজ্জামন হেলাল (বাংলা) প্রমুখ।
আপনার মন্তব্য