সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৮ ১৭:৫৬

সিলেট সদর উপজেলা হবে জাতীয় পার্টির ঘাটি: শাহাজান সিরাজী

সিলেট সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহাজান সিরাজীর উদ্যোগে উপজেলা জাতীয় পার্টির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকালে সদর উপজেলার পীরেরবাজারস্থ শাহাজান সিরাজীর বাসভবনে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহাজান সিরাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাপা নেতা সেলিম মিয়া, রঙ্গিলা সেলিম, আব্দুল হাদী, মজনু মিয়া, হাজি আলাউদ্দিন, সাদিকুর রহমান সাদেক, শফিক মিয়া, শাহপরান থানা জাপার আহ্বায়ক আতিক মিয়া, জাপা নেতা ফয়সল মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাছুম আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক, যুবলীগ নেতা কামাল আহমদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহাজান সিরাজী বলেন, সদর উপজেলা হবে জাতীয় পার্টির ঘাটি। হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীরা জোরালো ভূমিকা পালন করে যাচ্ছেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত