সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৮ ১৮:২২

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে জাগো সিলেট আন্দোলন এর আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে স্বাগত জানিয়ে জাগো সিলেট আন্দোলন এক আলোচনা সভার আয়োজন করে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে পৌর বিপণী মার্কেটে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা-সিলেট চার লাইন বিশিষ্ট মহাসড়ক নির্মাণ ও ঢাকা-সিলেট রেলওয়ের ডাবল লাইন, সিলেটের ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার দাবি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী উপরোক্ত দাবিগুলো পূরণে যথেষ্ট ভূমিকা রাখবেন বলেন আশা প্রকাশ করেন তারা।

জাগো সিলেট আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলা উদ্দিন আলো’র সভাপতিত্বে ও সহ সভাপতি এইচ এ তাপাদার রুবেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মো. পংকী মিয়া, মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক শ্রীসরোজ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, জাগো সিলেট আন্দোলন নেতা মুকুল আহমদ, এম. এ মতিন, লোকমান হোসেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার প্রচার সম্পাদক আবু ছুফিয়ান, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসলাম আলী, আব্দুল কাইয়ূম মুকুল, দক্ষিণ সুরমা উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমরান হোসেন এলাহী, অর্থ সম্পাদক কাজী মাসুদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত