সিলেটটুডে ডেস্ক

০৬ মার্চ, ২০১৮ ১৯:০৫

জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর সাবেক সভাপতির সাথে চেম্বারের মতবিনিময়

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো, কানাডা’র সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) বিকাল ৫টায় চেম্বার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিজানুর রহমান চৌধুরী বলেন, জালালাবাদ এসোসিয়েশন কানাডাতে সিলেটকে ব্রান্ডিং করছে। সিলেটের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সিলেটীদের সাফল্যগাঁথা কানাডা প্রবাসী নবীন প্রজন্মের কাছে তুলে ধরতে জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো কাজ করে যাচ্ছে। পাশাপাশি সেখানকার বাংলাদেশীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য রাখাও এ সংগঠনের অন্যতম কাজ।

তিনি মতবিনিময় সভা আয়োজনের জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেটীরা ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের পাশাপাশি সেসব দেশের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি কানাডায় বসবাসরত বাংলাদেশীদের দেশের শিল্প, পর্যটন, আইটি ও শিক্ষা খাতে বিনিয়োগের আহবান জানান এবং এক্ষেত্রে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহসভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, হুমায়ুন আহমদ, মুজিবুর রহমান মিন্টু, সদস্য মো. আজিজুর রহমান আজাদ, মো. সিরাজুল ইসলাম, মো. শাহাদত করিম চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী সেলিম, জাহানারা ইয়াসমিন, সামিয়া চৌধুরী, বাপ্পি ত্রিবেদী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত