সংবাদ বিজ্ঞপ্তি

০১ মে, ২০১৮ ১৭:৩২

সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের র‌্যালি সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখা।

মঙ্গলবার সকালে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আয়োজিত র‌্যালিটি নগরীর  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা সুরুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দ্বীপ দাস চম্পু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনছার আলী, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্ত কুর্মী, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ. কে. আজাদ সরকার, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক রুপেল চাকমা, চা শ্রমিক সংঘ সিলেট ভ্যালীর নেতা বিমল গঞ্জু প্রমুখ।
 
বক্তারা মজুরি কমিশন গঠন ও জাতীয় নিম্নতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণার দাবি জানান। বক্তারা অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পুঁজির শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লাগাতার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। 

আপনার মন্তব্য

আলোচিত