সংবাদ বিজ্ঞপ্তি

১৬ মে, ২০১৮ ১৮:৩২

সফির উদ্দিন স্কুল এন্ড কলেজে সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “সেতু” মোড়ক উন্মোচন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মে) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রজ গোপাল দে চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক অসীম রঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আশফাক আহমদ বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজ ও দেশকে এগিয়ে নিবে। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আজ যারা এখানে শিক্ষার্থী তারাই ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তুলবে এবং দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী হবে।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৮নং কান্দিগাও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি সদস্য কাচা মিয়া, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য আকবর আলী, সলিম উল্লাহ, আসাব উদ্দিন, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মিসেস নুরুন্নাহার আক্তার, সিনিয়র শিক্ষক মৌলানা মো. শফিকুর রহমান, শিশির কান্ত দেবনাথ, মো. আব্দুল কাদির, মো. মাহবুবুল কবির, মিসেস লাভলী চক্রবর্তী, মিসেস দিলারা বেগম, রাসেল কান্ত দাস, আলী আছকর, প্রভাষক ইমরান তালুকদার প্রমুখ।
 
অনুষ্ঠানে স্কুল ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ক্রেস্ট ও ট্রফি প্রদান করেন প্রধান অতিথি আশফাক আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত