সংবাদ বিজ্ঞপ্তি

০৮ মে, ২০২০ ০০:৫৬

তামাবিল বন্দরে আড়াই হাজার পরিবার পেলো খাদ্যসামগ্রী

সিলেটের সীমান্তবর্তী তামাবিল স্থল বন্দর এলাকায় আড়াই হাজার কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন তামাবিল চুনাপাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সদস্যরা।

করোনাভাইরাস ও রমজান মাস উপলক্ষে এসব খাদ্য কর্মহীন ও তাদের পরিবারের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তামাবিল চুনাপাথর পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি, ব্যবসায়ী ও রাজনীতিবিদ এম লিয়াকত আলী।

খাদ্য বিতরণে অংশ নেন, সংগঠনের সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছেদু, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া, সদস্য ফখরুল ইসলাম, জাকির হোসেন খাঁন, আলমগীর হোসেন, মো. আলিম উদ্দিন  মো. শামিম, রাসেল আহমদ প্রমুখ।

খাদ্য বিতরণকালে সংগঠনের সভাপতি লিয়াকত আলী বলেন, ২ হাজার ৫শ মানুষের তালিকা করে খাদ্য দিয়েছি। যাতে করে তারা করোনা ভাইরাস সংকটকালে ও পবিত্র মাহে রমজান মাসে কিছুটা সহায়ক হয়। লিয়াকত আলী তাদের এ কার্যক্রম চলমান থাকার প্রত্যয় জানিয়ে অবস্থাশালীদের এগিয়ে আসার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত