
০৯ মে, ২০২০ ১৯:৪৯
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধি-নিষেধ মেনে মানুষজন সঙ্গ নিরোধে রয়েছেন। এমন সংকটপূর্ণ মূহুর্ত্বে ব্যক্তিগত উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অনেকেই। ঠিক তেমনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার জেলা যুবলীগের সহ সম্পাদক শেখ নোমান।
শনিবার (৯ মে) ব্যক্তিগত উদ্যোগে শ্রীমঙ্গলের সাইক্লিস্টদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মানুষের হাতে উপহার হিসেবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।
শেখ নোমান বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে আমাদের সবাইকে বাড়িতে থাকতে হবে। অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হয়ে করোনার ঝুঁকি বাড়ানো কারো জন্যই সঠিক হবে না। যেহেতু মানুষ কাজ বাদ দিয়ে বাড়িতে রয়েছেন তাই আমি নিজ উদ্যোগে চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
আপনার মন্তব্য