০৪ জুন, ২০২০ ২৩:০৪
করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে পড়া স্প্যানিশ লা লিগা ফের শুরু হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার জন্যে লিগ শুরুর খবর স্বস্তির হলেও অস্বস্তির খবর হলো তাদের সেরা তারকা লিওনেল মেসি পড়েছেন চোটে।
করোনা পরবর্তী বার্সেলোনা মাঠে নামবে আগামী ১৩ জুন। ওই ম্যাচে মেসির খেলা নিয়ে তাই তৈরি হয়েছে শঙ্কা।
বিজ্ঞাপন
মায়োর্কার বিপক্ষে করোনা পরবর্তী প্রথম ম্যাচ খেলবে কাতালানরা। এর আগেই এলো দলের সেরা তারকার চোটের খবর। অনুশীলনে ডান পায়ে ব্যাথা পেয়েছেন তিনি। এমআরআই রিপোর্টে হাড়ে হালকা চিড় পাওয়া গেছে। তাই ফিরতে ১০ দিন সময় লাগতে পারে তার। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সা তাই প্রথম ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে গেছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পায়ের পেছনের মাংসপেশিতে টান লাগতে পারে ভেবে নামানো হয়নি মেসিকে। তবে সংবাদমাধ্যম মেসির চোট গুরুতর বলে মনে করছে। লিগে বার্সার এখনও ১১ ম্যাচ বাকি। ৫ সপ্তাহে তারা ওই ম্যাচ খেলবে। প্রতি তিন দিন অন্তর তাই খেলতে হবে ম্যাচ। অন্য খেলোয়াড়রাও তাই ইনজুরি শঙ্কার মধ্যে রয়েছেন।
আপনার মন্তব্য