স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৫

বিশ্বকাপের সুপার টেনে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে আছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। আর প্রথম রাউন্ড পার হতে পারলে মূল পর্বে বাংলাদেশের গ্রুপ সঙ্গী হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রথম রাউন্ডে বাংলাদেশের ‘এ’ গ্রুপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস ছাড়াও আছে ওমান।

প্রথম রাউন্ডে বাংলাদেশের সব খেলাই হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে নয়নাভিরাম স্টেডিয়ামগুলোর একটি ধর্মশালায়।

তবে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চূড়ান্তপর্বে খেলতে এবারও একটি ধাপ পার হয়ে যেতে হবে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড হিসেবে যেটিকে অভিহিত করা হচ্ছে। প্রকৃতপক্ষে এটি এক ধরনের বাছাইপর্ব।

১৬ দলের টুর্নামেন্ট থেকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮টি দল সরাসরি খেলবে সুপার টেনে। বাকি ৮টি দলের মধ্যে দুটি দল প্রথম রাউন্ড খেলার পর আসবে ১০ দলের চূড়ান্তপর্বে। টি-টোয়েন্টি বিশ্বকাপে গত আসরের মতো এবারও বাংলাদেশকে তাই সেই প্রথম রাউন্ড পেরিয়ে যেতে সেরাদের কাতারে। সেই লড়াইয়ে প্রথম রাউন্ডে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান।

অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, হংকং ও আফগানিস্তান। এই দুটি গ্রুপ থেকে সেরা দুটি দল সুপার টেনে জায়গা পাবে।

আগামী বছর ৮ মার্চ নাগপুরে প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে। প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ থেকে ১৩ মার্চ হবে প্রথম রাউন্ডের খেলা।

এই রাউন্ডে বাংলাদেশের তিনটি ম্যাচ হবে ৯, ১১ ও ১৩ মার্চ। যেখানে তাদের প্রতিপক্ষ যথাক্রমে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান।

গ্রুপ-১ তে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

গ্রুপ-২ তে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

প্রথমপর্ব পেরোতে পারলে বাংলাদেশ গ্রুপ-২ তে অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় রাউন্ড বা চূড়ান্তপর্বের খেলা শুরু হবে ১৫ মার্চ। আর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ৩ এপ্রিল।

একই সময়ে অনুষ্ঠিত হবে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপও। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ থাইল্যান্ডে ইতিমধ্যে বাছাইপর্ব থেকে চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে।

মেয়েদের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তান।

আপনার মন্তব্য

আলোচিত