স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৫ ১৯:০৩

ব্রাজিলের ফুটবল দলকে হারাল বাংলাদেশ

মালয়েশিয়ার সুপার মক কাপে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশের খুদে ফুটবলাররা।

বিশ্ব ফুটবলের প্রবল পরাক্রমশালী দল ব্রাজিলের শীর্ষ লিগের শক্তিশালী দল করিন্থিয়ান্সের বয়সভিত্তিক একটি দলকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুক্রবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, করিন্থিয়ান্সের অনূর্ধ্ব-১৩ দলকে ২-১ গোলে হারিয়ে মক কাপের প্লেট পর্বের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার ন্যাশনাল স্পোর্টস সেন্টারে ত্রয়োদশ মিনিটে ডিফেন্ডারদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে পিছিয়ে পড়ার পর মিন্টু-হৃদয়রা দ্রুতই ঘুরে দাঁড়ায়।

৩০তম মিনিটে জিহানের শট প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করলে সমতায় ফেরে ম্যাচ।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়া গোলের জন্য মরিয়া ব্রাজিলের দলটিকে মেলে ধরার সুযোগ দেয়নি জাকারিয়া বাবুর শিষ্যরা। শেষ দিকে সতীর্থের বাড়ানো বলে জিহানের নেওয়া শট পোস্টে লেগে ঠিকানা খুঁজে পায়। শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইন ধরে রেখে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মক কাপের প্লেট পর্বের প্রথম ম্যাচে কেএলএফএ সেন্টার টার্ফে দক্ষিণ কোরিয়ার সুবন এস. বি উইংয়কে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।

শিষ্যদের জয়ে ভীষণ উচ্ছ্বসিত কোচ জাকারিয়া। শাহেদ-আতিফ-রিজওয়ানদের এই জয়কে ‘ঐতিহাসিক’ বলেন তিনি।
“দিনকে দিন দলের পারফরম্যান্স আরও ভালো হচ্ছে এবং ছেলেরা মাঠের পরিবেশের সঙ্গে আরও বেশি পরিচিত হচ্ছে; যেটা তাদেরকে কুয়ালালামপুরে ঐতিহাসিক জয় পেতে সাহায্য করেছে।”

“আশা করি, প্লেট পর্বের ফাইনালে ওঠার জন্য আগামীকাল ছেলেরা আরও ভালো খেলবে”, যোগ করেন তিনি।

ক্রোয়েশিয়ার ঘরোয়া লিগের দল দিনামো জাগরেবের অনূর্ধ্ব-১৩ দলের বিপক্ষে শনিবার প্লেট পর্বের সেমি-ফাইনালে লড়বে বাংলাদেশের খুদে ফুটবলাররা।

আপনার মন্তব্য

আলোচিত