ক্রীড়া প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১১

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিবা রাত্রির ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। টস জিতে এখন ব্যাট করছে বাংলাদেশ।

লিটন দাস একাদশে ফিরলেও ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজেই আস্থা রাখল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওপেন করতে নেমে সেঞ্চুরি উপহার দেন মিরাজ। পাকিস্তানের বিপক্ষেও মোহাম্মদ নাঈমের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন তিনি।

আগের ম্যাচে ওপেন করতে নেমে সেঞ্চুরি করলেও এবার ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। মুখোমুখি প্রথম বলেই আউট তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে স্ট্রাইক পান মিরাজ। নাসিম শাহর করা প্রথম বলেই স্কয়ার লেগে ফখর জামানের হাতে ক্যাচ হয়েছেন এই ডানহাতি। বাংলাদেশ প্রথম উইকেটে হারাল দলীয় রানের খাতা খোলার আগেই।  শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভার ছিল ‘মেডেন’।

হ্যামস্ট্রিংয়ে চোটে ছিটকে পড়া নাজমুল হোসেন শান্তর জায়গায় ফিরেছেন লিটন কুমার দাস। জ্বরের কারণে আসরের শুরুতে দলের সঙ্গে ছিলেন না লিটন। সুস্থ হওয়ার পর তাকে স্কোয়াডে যোগ করা হয়। তবে ফেরার ম্যাচটা স্মরণীয় করতে পারলেন না লিটন দাস। ভালো শুরু পেলেও শাহিন শাহ আফ্রিদির বলে কটে পড়লেন তিনি। ৪.৫ ওভারে দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ২২ গজের ক্রিজে রয়েছেন মোহাম্মদ নাঈম শেখের সাথে দলের অধিনায়ক সাকিব আল হাসান। ৭ ওভাবের বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৪ রান।

পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।


আপনার মন্তব্য

আলোচিত