স্পোর্টস ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৩ ১৮:৩৫

নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ২৮৬ রান

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ২৮৬ রান করেছে পাকিস্তান।

হাফসেঞ্চুরি তুলে নিয়েছে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। ম্যাচ জিততে নেদারল্যান্ডসের প্রয়োজন ২৮৭ রান।

শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

দলীয় ১৫ রানে ওপেনার ফখর জামানকে হারিয়ে বসে পাকিস্তান। ১৫ বলে ১২ রান করে বোলার ভ্যান ব্যাকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ব্যাটার। এরপর অধিনায়ক বাবর আজম নেমে উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেন। কলিন অ্যাকারম্যানের বলে সাকিব জুলফিকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন দলীয় ৩৪ রানে।

বাবরের বিদায়ের ৪ রান পর বিদায় নেন আরেক ওপেনার ইমাম উল হক। ১৯ বলে ১৫ রান করে ভ্যান ম্যাকরেনের বলে আরিয়ান দত্ত এর কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তখন পাকিস্তানের দলীয় রান ৩৮।

এরপর রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধেন সৌদ শাকিল। এ জুটি চতুর্থ উইকেটে ১২০ রান সংগ্রহ করে। দলীয় ১৫৮ রানে আরিয়ান দত্ত সৌদ শাকিলকে সাকিব জুলফিকারের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন। তার আগে অবশ্য শাকিল ৫২ বলে ৯ চার ও ১ ছয়ে ৬৮ রান সংগ্রহ করেন। এটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি।

তার বিদায়ের পর রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজ ২৪ রানের জুটি গড়েন। দলীয় ১৮২ রানে রিজওয়ান ৭৫ বলে ৮ চারের সাহায্যে ৬৮ রান করেন। এটি ছিল তার ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি।

ডাচ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন বাস ডে লিড।

আপনার মন্তব্য

আলোচিত