স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৩ ১০:২৩

মেসি ফিরলেও জিততে পারেনি মিয়ামি, প্লেঅফের আশা শেষ

চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। এ সময় ইন্টার মিয়ামি বেশ কিছু পয়েন্ট হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ খেলার খাদের কিনারায় পৌঁছায়। ক্লাব সমর্থকদের আশা ছিল আর্জেন্টাইন তারকা ফিরে বাঁচাবে মিয়ামিকে।

সমর্থকদের সেই চাওয়া আজ পূরণ হয়নি। মেসি ফিরেছেন তবে মিয়ামিকে ফেরাতে পারেননি সাতবারের ব্যালন ডি অর জয়ী।

রোববার সিনসিনাটির কাছে ১–০ গোলে হেরে যাওয়ায় প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়েছে মিয়ামির। সিনসিনাটির হয়ে গোলটি করেছেন আলভারো ব্যারিয়াল।

চোট থেকে ফেরায় প্রথমার্ধ বেঞ্চে কাটিয়ে বিরতির পর মাঠে নেমেছেন মেসি। কিন্তু নামলেও দলের হার এড়াতে পারেননি মিয়ামির অধিনায়ক। ম্যাচের ৫৫ মিনিটে থমাস আভিলেসের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। ম্যাচে তেমন কোনো প্রভাবই রাখতে পারেননি। তার নিষ্প্রভের দিনে ৭৮ মিনিটে সুযোগ কাজে লাগায় সিনসিনাটির ব্যারিয়াল। দলের জয়সূচক গোলটি করেন তিনি। মিয়ামি গোল শোধ দিতে না পারলে আর্জেন্টাইন মিডফিল্ডারের সেই গোলেই মেসির প্লে অফ খেলার স্বপ্ন শেষ হয়।

মেসিদের বাকি রয়েছে আর দুটি ম্যাচ। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেও প্লে অফ খেলার কোনো সুযোগ নেই। বর্তমানে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্টে ১৪ নম্বরে আছে মিয়ামি।

আপনার মন্তব্য

আলোচিত