স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর, ২০২৩ ১০:৪২

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে রিয়াদের জায়গায় মাহেদী

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের।

মঙ্গলবার (১০ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

দুই দলেই আছে একটি করে পরিবর্তন। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় এসেছেন শেখ মেহেদী হাসান। ইংল্যান্ড রিস টপলিকে এনেছে মঈন আলীর জায়গায়।

বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২৪ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। ১৯টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। টেস্ট খেলুড়ে দেশের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে জয়টাই সবার শেষে পেয়েছে টাইগাররা। যদিও বিশ্বকাপে দু’দলের জয়-হারের রেকর্ডে অতটা পার্থক্য নেই। ৪ ম্যাচে ফলাফল সমান ২-২।

২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-ইংল্যান্ড। ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছিল ইংলিশরা। এরপর ২০১১ এবং ২০১৫ আসরের মোকাবেলায় ইংল্যান্ডকে যথাক্রমে ২ উইকেট এবং ১৫ রানে হারিয়েছিল টাইগাররা।

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার পর নিজেদের ক্রিকেট কাঠামোতে পরিবর্তন আনে ইংল্যান্ড। এরপর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলার পুরস্কার পেয়েছিলো ইংলিশরা। বিশ্বকাপ জয়ের পথে ২০১৯ সালে ১০৬ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল দলটি।

বিশ্বকাপের ঠিক আগে ভারতে ওয়ার্ম-আপ ম্যাচেও জিতেছিল ইংলিশরা।

আপনার মন্তব্য

আলোচিত