ক্রীড়া প্রতিবেদক

৩০ মার্চ, ২০১৬ ২২:৫০

উড়তে থাকা কিউইরা সেমিতে এসে ভূপাতিত, ফাইনালে ইংল্যান্ড

সুপার টেনে কঠিন গ্রুপের সবকটি ম্যাচ অনায়াসে জিতে সেমিফাইনালে উঠেই খেই হারিয়ে ফেলল নিউজিল্যান্ড। ফাইনালে উঠার ম্যাচে ইংলিশদের কাছে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপরা। ১৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে হিসেবের বাইরে থাকা ইংল্যান্ডই ফাইনালে পা রাখল। এখনো কোন বিশ্বকাপ না জেতা নিউজিল্যান্ডকে তাই এবারও ফিরতে হল আক্ষেপ নিয়ে।

বুধবার (৩০ মার্চ) দিল্লির ফিরোজ শাহ কোটলায়  টস হেরে  ব্যাট করতে নেমে ব্যাটে প্রত্যাশা অনুযায়ী ঝড় তোলার আভাস দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে ইনিংসের শেষ পাঁচ ওভারে ইংল্যান্ডের মারাত্মক হিসেবি বোলিংয়ে সুবিধে করতে না পারায় তাদের সংগ্রহ থামে ১৫৩ রানেই। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন কলিন মনরো। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে দেন ৩ উইকেট। বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সাথে ইংলিশদের ফিল্ডিংও ছিল নজরকাড়া।


ব্যাটিং স্বর্গে ১৫৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন ভুল করেনি ইংল্যান্ড । শুরু থেকেই ব্লাক ক্যাপসদের উপর তাণ্ডব চালান জেসন রায়। মাত্র ৪৪ বলে ১১ চার ও ২টি ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটসম্যান। ম্যাচ সেরাও হয়েছেন তিনিই। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রানে এসেছে জো রুটের ব্যাট থেকে। ছক্কা মেরেই ইংল্যান্ডকে ফাইনালে তোলা এই ব্যাটসম্যান রয়েছেন ক্যারিয়াসের সেরা ফর্মে।

নিউজিল্যান্ডের সফল বোলার ইশ সোধী ৪২ রান খরচায় পান ২ উইকেট।

আপনার মন্তব্য

আলোচিত