স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০১৬ ০২:১৩

শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যান

বিসিসিআইর প্রেসিডেন্ট পদ ছাড়ার সময়ে জানিয়েছিলেন আইসিসির নির্বাচনের কথা মাথায় রেখে পদত্যাগ করেননি তিনি, অথচ বৃহস্পতিবার জানা গেল, আগামী দুই বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিসিসিআইর পদত্যাগী প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরই!

নির্বাচন প্রক্রিয়া অনুসারে, আইসিসির ডিরেক্টররা বর্তমান বা সাবেক ডিরেক্টরদের মধ্য থেকে একজনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। তবে নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হতে হলে মনোনীত প্রার্থীর প্রতি অন্তত দুটি পূর্ণ সদস্য রাষ্ট্রের সমর্থন থাকতে হবে। সে অনুসারে নির্বাচন হওয়ার কথা ২৩ মে।

তবে আইসিসির নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা স্বাধীন অডিট কমিটির চেয়ারম্যান আদনান জাইদি জানান, 'চেয়ারম্যান প্রার্থী হিসেবে একমাত্র মনোহরকেই পাওয়া গেছে। আইসিসির কাউন্সিল (১০টি পূর্ণাঙ্গ সদস্য দেশ) সর্বসম্মতভাবে তাকে সমর্থন করেছে। তাই নির্বাচন প্রক্রিয়া এখানেই শেষ।'

নির্বাচিত হওয়ার মাধ্যমে মনোহরই হলেন আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান। দু'দিন আগে বিসিসিআইর প্রেসিডেন্ট পদ ছাড়ার আগ পর্যন্ত অবশ্য মনোহরই আইসিসির চেয়ারম্যান ছিলেন। তবে সে দায়িত্বটি পেয়েছিলেন বিসিসিআইর মনোনীত প্রার্থী হিসেবে; বিগ থ্রি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) কর্তৃক আইসিসির কর্তৃত্ব গ্রহণের প্রেক্ষাপটে ওই মেয়াদে বিসিসিআইর প্রতিনিধি আইসিসির চেয়ারম্যান থাকার কথা ছিল।

তবে এপ্রিলে আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, এখন থেকে আইসিসি চেয়ারম্যান কোনো দেশের বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবেন না। সে অনুসারেই মনোহর তিন দিন আগে বিসিসিআইর দায়িত্ব ছেড়ে দেন। একই সঙ্গে শূন্য হয়ে পড়ে আইসিসি চেয়ারম্যানের পদও।

পেশায় আইনজীবী মনোহর এর আগে দুই মেয়াদে বিসিসিআইর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এবার আইসিসির দায়িত্ব পাওয়ার পর সমর্থনের জন্য আইসিসির ডিরেক্টরদের ধন্যবাদ জানিয়ে মনোহর বলেন, 'আমার মূল লক্ষ্য ক্রিকেট খেলাটাকে আরও বিস্তৃত করা এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে যুক্ত করা।'

আপনার মন্তব্য

আলোচিত