স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০১৬ ১৪:৫০

নেইমারদের সঙ্গে যোগ দিলেন আগুস্তো ও ওয়ালাসে

বেইজিং গুয়ানের মিডফিল্ডার আগুস্তো আর গ্রেমিওর মিডফিল্ডার ওয়ালাসেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অলিম্পিক দলে নেওয়া হয়েছে। দলে আছেন নেইমারও। 

তারা দুজন বায়ার্ন মিউনিখের উইঙ্গার দগলাস কস্তা। খেলতে পারবেন না শাখতার দোনৎস্কের মিডফিল্ডার ফ্রেদের স্থলাভিষিক্ত হলেন।

রিও দে জেনেইরো অলিম্পিকের জন্য ১৮ সদস্যের দল আগেই ঘোষণা করে ব্রাজিল। চোটের কারণে দগলাস কস্তা ফ্রেদ খেলতে পারছেন না।

ব্রাজিলের ফুটবল কনফেডারেশন বৃহস্পতিবার নতুন এ দুই ফুটবলারকে দলে নেওয়ার কথা জানায়।

অলিম্পিকে মূলত কোনো দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে কোচ চাইলে তিন জন বেশি বয়সী খেলোয়াড় দলে রাখতে পারেন। অধিনায়ক নেইমার ও আগুস্তোর সঙ্গে ব্রাজিল দলে আরেকজন বেশি বয়সী খেলোয়াড় হিসেবে আছেন পালমেইরাসের গোলরক্ষক ফের্নান্দো প্রাস।

আগামী ৫ অগাস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট। ওই দিনই ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের অভিযান। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও ডেনমার্ক।

আপনার মন্তব্য

আলোচিত