স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট, ২০১৬ ১২:৫৬

মেসিকে ফেরাতে বার্সেলোনায় গেছেন আর্জেন্টিনা কোচ

লিওনেল মেসি কি অবসর ভেঙ্গে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন? বহুল আলোচিত এই প্রশ্নের জবাব পাওয়া যায়নি এখনো। তবে জবাব পাওয়া যেতে পারে দুয়েকদিনের মধ্যেই।

আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা মেসিকে জাতীয় দলে ফেরানোর লক্ষ্যে গেছেন বার্সেলোনায়। সেখানে মেসির সাথে বৈঠক করবেন তিনি। বার্সেলোনা তারকাকে আর্জেন্টিনা দলে ফেরাতে কোচের এই মিশন কি আদৌ সফল হবে? আশাবাদী বাউজা।

সম্প্রতি আর্জেন্টিনার মিডিয়ায় প্রকাশিত খবর হলো, মেসি নাকি মানসিক ভাবে তৈরি জাতীয় দলে ফিরতে। বাকি কেবল নিশ্চিত করার অপেক্ষা। গত জুনে কোপা আমেরিকার ফাইনালে হারার পর হঠাৎ করে অবসরের ঘোষণা দেন ৫ বারে ফিফা বিশ্ব সেরা ফুটবলার মেসি। সেই থেকে তাকে ফেরানোর চেষ্টায় আছেন দেশটির প্রেসিডেন্টসহ অনেকে। দায়িত্ব নেওয়ার পর কোচ বাউজা জানিয়েছিলেন, তাঁর প্রথম কাজ হচ্ছে দলের সেরা খেলোয়াড়কে ফেরানো।

আর্জেন্টিনা কোচ বলেছেন, "এই আলাপ একটি সিদ্ধান্তে পৌঁছতে। আমি এখানে মেসিকে প্রভাবিত করতে আসিনি। আমি ফুটবল নিয়ে তার সাথে কথা বলতে এসেছি। আমি চাই সে আমার কাছে সেই হতাশার কথা বলুক, যার জন্য তাকে অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছে।"

আপনার মন্তব্য

আলোচিত